• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যারিস্টার তাপসের নির্বাচনি ইশতেহার উপস্থাপন শুরু

  নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি ২০২০, ১২:১৬
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার নির্বাচনি ইশতেহার উপস্থাপন শুরু করেছেন।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করছেন।

জানা গেছে, পাঁচটি মূল বিষয়কে সামনে রেখে তাপস তার নির্বাচনি ইশতেহার তৈরি করেছেন। এগুলো হলো- ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, স্বশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা।

মেয়র নির্বাচিত হলে রাজধানীর ফুটপাত দখলমুক্ত করার সঙ্গে সঙ্গে হকারদের পুনর্বাসিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তাপস। সচল ঢাকার যে রূপরেখা রয়েছে সেখানে পর্যায়ক্রমে একটি মহাপরিকল্পনার আওতায় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সচল ঢাকা গড়ে তোলার কথা বলছেন ইশতেহারে। রাস্তাঘাট, ফুটপাত অবমুক্ত করার কথাও বলছেন আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী।

আরও পড়ুন : একনেকে ৯ প্রকল্প অনুমোদন

নির্বাচনি ইশতেহার উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত আছেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটিতে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আমির হোসেন আমুসহ দলের কেন্দ্রীয় নেতারা।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড