• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজহারীসহ কিছু বক্তা জামায়াতের প্রচারণা চালাচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি ২০২০, ১৯:২৭
আজহারী
শেখ মো. আব্দুল্লাহ ও আজহারী (ছবি : সংগৃহীত)

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে আজহারীসহ কিছু ধর্মীয় বক্তা অত্যন্ত সুক্ষ্মভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছে। তারা মিথ্যা কথার আশ্রয় নিয়ে কুরআন-হাদিসের ব্যাখ্যা দেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জামালপুরের গৌরিপুর কাচারী এলাকায় নির্মাণাধীন ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের চলমান কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্যগুলো সরকারের নজরে এসেছে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

তিনি বলেন, বর্তমানে প্রকাশ্যে জামায়াতের রাজনীতির সুযোগ না থাকায় কৌশলে বিভিন্ন ওয়াজ মাহফিলে এসব বক্তারা জামায়াতের পক্ষে কথাবার্তা বলছেন। এসব বক্তাদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : তাপসের জন্য ভোট চাইলেন খোকন

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড