• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপীবাগে আ. লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ

  নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২০, ১৩:২১
সংঘর্ষ
গোপীবাগে আ. লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ (ছবি : সংগৃহীত)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে ভোটের প্রচারের সময় গোপীবাগে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক ও তার সমর্থকরা সকাল ১১টার দিকে মতিঝিল এলাকায় গণসংযোগ শেষ করে বাসায় ফিরছিলেন। ওই সময় তাদের ওপর হামলা করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইশরাক ও তার সমর্থকরা গোপীবাগে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্পের কাছে পৌঁছালে তাতে বাধা দেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী তাপসের সমর্থকরা। এ নিয়ে প্রথমে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে।

এ সময় পুরো ওই এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের মধ্যে সময় টেলিভিশনের একজন ক্যামেরা পারসনও রয়েছেন।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড