• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার ভোট চুরির নির্বাচন করতে দেবে না বিএনপি

  নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি ২০২০, ১০:৪১
ডিএনসিসি নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগ
ছবি : সংগৃহীত

ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপি এবার ভোট চুরির করতে দেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, এবার আমরা ভোট চুরি করে নির্বাচন করতে দেব না। এবার দেশে গণতন্ত্র ফিরে আসবে, খালেদা জিয়া মুক্তি পাবেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কচুক্ষেতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এ সরকার এবার যদি কোনো রকম ষড়যন্ত্র করে বিএনপি এর জবাব দিতে প্রস্তুত। আমরা সেটা হতে দেব না।

ভোট চুরি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়ে বিএনপির এ শীর্ষ নেতা আরও বলেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করব।

ডিএনসিসির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল বলেন, যত হামলা হোক আমি প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিতে চাই, হামলা করে কোনো লাভ হবে না।

তাবিথ আরও বলেন, আমরা প্রতিদিনই ঐক্য হচ্ছি, সাহসী হচ্ছি, আমাদের শক্তি বাড়ছে। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে।

আরও পড়ুন : ‘হাতিরঝিলের ক্যানসার’ ভাঙা শুরু আজ

এর আগে বিকাল ৫টার দিকে ইব্রাহীমপুর পাকা মাথায় তাবিথ আউয়ালকে সঙ্গে নিয়ে হুড খোলা জিপে প্রচারণা চালান মওদুদ। এ সময় সড়কে মানুষের ঢল নামে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড