• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তাপসের পূর্ণাঙ্গ ইশতেহার দুই-একদিনের মধ্যে 

  নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি ২০২০, ১৭:১৫
তাপস
শেখ ফজলে নূর তাপস (ছবি : সংগৃহীত)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস আগামী দুই-একদিনের মধ্যে তার পূর্ণাঙ্গ নির্বাচনি ইশতেহার প্রকাশের আশা করছেন।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে খিলগাঁও জোড়া পুকুর এলাকায় নির্বাচনি গণসংযোগে তিনি এ কথা জানান।

তাপস বলেন, আমাদের নির্বাচনি ইশতেহার প্রণয়নের কার্যক্রম চলছে। নির্বাচন পরিচালনা কমিটি কাজ করছে। আমরা আশা করছি দুই-একদিনের ভিতরে আমরা পূর্ণাঙ্গ ইশতেহার ঢাকাবাসীর সামনে তুলে ধরতে পারব।

তিনি বলেন, ঢাকাবাসীর উদ্দেশে আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি আমি বিশ্বাস করি তারা এটাকে সাদরে গ্রহণ করেছেন। এভাবে উন্নয়নের রূপরেখা এবারও কেউ দেয়নি, এর আগে কখনো কেউ দেয়নি। সেই নির্দিষ্ট রূপরেখার আওতায় উন্নত ঢাকা গড়ার বিস্তারিত আমরা আমাদের নির্বাচনি ইশতেহারে প্রকাশ করব। কিন্তু এ পর্যন্ত আমরা যেগুলো ঢাকাবাসীর মাঝে তুলে ধরেছি, তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে।

আরও পড়ুন : দেখিয়ে দিব তরুণরাও পারে : ইশরাক

তিনি আরও বলেন, বিএনপির আপত্তি থাকলেও রাজধানীবাসী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সাদরে গ্রহণ করেছে বলে মনে করেন তিনি।

এ সময় নির্বাচনি প্রচারণায় খিলগাঁও এলাকার স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড