• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

তাপসের গণসংযোগে বিএনপির হামলা

  নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২০, ১৪:৪৭
তাপস
নির্বাচনি গণসংযোগে শেখ ফজলে নূর তাপস (ছবি : সংগৃহীত)

রাজধানীর শান্তিনগরে দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের গণসংযোগে বিএনপি নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর শান্তিনগর বাজার, মালিবাগ ও চামেলীবাগ এলাকায় গণসংযোগ করেছেন শেখ ফজলে নূর তাপস।

গণসংযোগ শেষে তাপস অভিযোগে বলেন, মতিঝিলে গতকাল (শনিবার) গণসংযোগে বিএনপির মেয়র প্রার্থী ইশরাকের অনুসারীরা আমার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, আরকে মিশন রোডে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আমি বিএনপির মনোনীত প্রার্থী ইশরাকের বাসায় যাই। সেখানে আমি সবার সঙ্গে দেখা করে ভোট ও দোয়া চেয়েছি। আমি সেখান থেকে চলে আসার পর তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

তাপস বলেন, আমরা একটি সুন্দর সম্প্রীতির রাজনীতি ঢাকাবাসীকে উপহার দিতে চাই। কিন্তু আমার গণসংযোগে হামলা খুবই দুঃখজনক।

এর আগে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের গণসংযোগ কেন্দ্র করে শান্তিনগর এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। এ সময় নেতাকর্মীরা মূল সড়ক অবরোধ করে স্লোগান দেন। ফলে পুরো রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন- ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ এনামুল হক আবুল ও ১৩, ১৯ ও ২০ নম্বর সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সৈয়দ রোকসানা ইসলাম চামেলী।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড