• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

উত্তরে ৩০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি ২০২০, ১৫:২৬
মনোনয়ন
নির্বাচন কমিশন (ছবি : সংগৃহীত)

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে এখন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩০ জন প্রার্থী। উত্তরে মোট বৈধ প্রার্থী ছিল ৩৫৮ জন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ডিএনসিসির রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম।

তিনি বলেন, মেয়র পদে এখন পর্যন্ত ৬ জন প্রার্থী রয়েছেন। কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। আর সাধারণ ওয়ার্ডে ৩৫৮ জনের মধ্যে ৩০ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই সঙ্গে সংরক্ষিত আসনে ৮৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে আজ (বৃহস্পতিবার) বিকাল ৫টা পর্যন্ত।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতীক বরাদ্দ হবে। প্রার্থীরা প্রতীক নিয়েই সরাসরি প্রচারণায় অংশ নিতে পারবেন।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড