• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবিলম্বে খালেদার মুক্তি দাবি ফখরুলের

  অধিকার ডেস্ক

০৬ জানুয়ারি ২০২০, ২৩:৩৫
মির্জা ফখরুল
বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি : সংগৃহীত)

অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের মুক্তি দাবি করেন ফখরুল।

সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপারসন খুব অসুস্থ। তার পরিবারের সদস্যরা রবিবার (৫ জানুয়ারি) হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন। অবিলম্বে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন।

এ সময় তিনি জানান, খালেদা জিয়া বিছানা থেকে উঠে দশ কদম দূরেও কোথাও যেতে পারছেন না। হাত দিয়ে কিছু ধরতে পর্যন্ত পারছেন না তিনি। কিছু খেতেও পারছেন না। যা খাচ্ছেন তা বমি করে ফেলে দিচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এতটা অসুস্থ হওয়ার পরেও তাকে (খালেদা জিয়া) তার প্রাপ্য জামিন দেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি। আমাদের দাবি, মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়া হোক।

আরও পড়ুন- সিসিইউতে নানক

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার চিকিৎসার সুযোগ করে দিন। অন্যথায় সব দায়-দায়িত্ব আপনাদেরই বহন করতে হবে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড