• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে : মান্নান

  নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর ২০১৯, ১৫:২৪
আবদুল মান্নান
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আবদুল মান্নান (ছবি : সংগৃহীত)

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেছেন, দেশের গণতন্ত্রকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে।

মহান বিজয় দিবসে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

আবদুল মান্নান বলেন, স্বাধীনতার ৪৮ বছরে আমাদের বহু প্রাপ্তি ও অর্জন রয়েছে। এরপরও দেশের গণতন্ত্রকে আরও বহু দূর এগিয়ে নিয়ে যেতে হবে। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন আমরা তাদের ঘৃণা করি। দেশের মানুষ স্বাধীনতাবিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করবে না।

এ সময় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন বিকল্পধারা মহাসচিব।

আরও পড়ুন : স্বাধীনতা এখনো সুসংহত হয়নি : কাদের

তিনি বলেন, কোনো কিছুর শত ভাগ অর্জন করা সম্ভব নয়। আমরা গণতান্ত্রিক পথেই এগিয়ে যাচ্ছি। গণতান্ত্রিক পথ ধরেই আরও বহুদূর এগিয়ে যাব। স্বাধীনতার ৪৮ বছরে এসে গণতন্ত্র কতখানি অর্জন হয়েছে তার বিচারের দায়িত্ব দেশের জনগণের ওপরেই ছেড়ে দিলাম।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড