• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপি-জামায়াত নির্মূল করতে হবে : ইনু 

  অধিকার ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৯, ১২:৩৮
স্মৃতিসৌধে জাসদ সভাপতি হাসানুল হক ইনু
স্মৃতিসৌধে জাসদ সভাপতি হাসানুল হক ইনু (ছবি : সংগৃহীত)

বিএনপি-জামায়াত চক্রকে একেবারে নির্মূল করার পদক্ষেপ নিতে হবে। তাহলেই দেশে আর রাজাকার সমর্থিত সরকার হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে এর সুফল ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে হলে বৈষম্য কমাতে হবে।

জাসদ সভাপতি বলেন, রাজনৈতিক অঙ্গনে শান্তি রক্ষায় সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী, জামাতের দোসর বিএনপিকে নির্মূল করতে হবে।

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, পঁচাত্তরে একটা রাজনৈতিক বিপর্যয় ঘটেছে। সে সময় সামরিক শাসক, সাম্প্রদায়িক শক্তি, রাজাকার ও যুদ্ধাপরাধীরা দেশ দখল করে নিয়েছিল। এখন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশ আবার বাংলাদেশের পথে চলছে।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড