• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজাকার কখনো ‘শহীদ’ হতে পারে না : রব

  নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০১৯, ১২:১৮
আ স ম আবদুর রব
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব (ছবি : সংগৃহীত)

‘রাজাকার কখনো শহীদ হতে পারে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য বলেন।

দৈনিক সংগ্রাম পত্রিকা একটি প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ সম্বোধন করেছে। এ বিষয়ে জানতে চাইলে জবাব দেন আবদুর রব।

জেএসডি সভাপতি বলেন, সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে যুদ্ধাপরাধের বিষয় জিইয়ে রেখেছে। এর মাধ্যমে যেন দুর্বৃত্তায়ন করা যায়। আমরা তীব্র ভাষায় এর নিন্দা জানাই।

আ স ম রব বলেন, বুদ্ধিজীবীরা যে জন্য জীবন দিলেন, তা স্বাধীন দেশে আজও প্রতিষ্ঠা হয়নি। দেশে অন্যায়, জুলুম, ভোট ডাকাতি সবই হচ্ছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রামের কার্যালয়ে ভাঙচুর চালায়। কাদের মোল্লাকে ‘শহীদ’ সম্বোধন করে প্রতিবেদন প্রকাশ করায় ভাঙচুর চালান তারা। হামলাকারীরা সংগ্রাম পত্রিকার কার্যালয়ে সম্পাদক আবুল আসাদকেও নাজেহাল করেন। পরে পুলিশ আবুল আসাদকে তাদের হেফাজতে নেয়।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড