• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আ. লীগের জাতীয় কমিটির সভা আজ

  অধিকার ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:১৯
আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা (ছবি : সংগৃহীত)

আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা হতে যাচ্ছে বুধবার (৪ ডিসেম্বর)। বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে জাতীয় কমিটির সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী বছরে একটি করে জাতীয় কমিটির সভা করার কথা রয়েছে। কিন্তু গত প্রায় তিন বছরে জাতীয় কমিটির সভা একবারও হয়নি। সর্বশেষ ২০১৬ সালের ১৫ অক্টোবর ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল।

এবার ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সামনে রেখে জাতীয় কমিটির বৈঠক ডেকেছে দলটি।

জাতীয় কমিটির সভায় সম্মেলনের বাজেট পাসসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড