• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফখরুলসহ ১০ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

  অধিকার ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৯, ২৩:২৫
মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রদলের কাউন্সিল আয়োজন করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে বিবাদীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে এই রুলে। আর সেটা করতে হবে আগামী ২৮ জানুয়ারির মধ্যে।

রবিবার (১ ডিসেম্বর) ছাত্রদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের মিস (বিবিধ) মামলার শুনানি শেষে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক নুসরাত সাহারা বীথি এ আদেশ দেন। সোমবার (২ ডিসেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ছাত্রদলের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের আবেদনে সংগঠনের কাউন্সিল আয়োজনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

তবে আদালতের নিষেধাজ্ঞার পরও গত ২৩ সেপ্টেম্বর কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ফজলুর রহমান খোকনকে নির্বাচিত করা হয় ছাত্রদলের সভাপতি। আর মো. ইকবাল হোসেন শ্যামলকে ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড