• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সকালে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে বিএনপি

  অধিকার ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ০৮:৩৩
বিএনপির লোগো

ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে বিস্তারিত জানতে আজ রবিবার (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে বিএনপি। বেলা ১১টায় দলটির চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয় থেকে বিএনপির দুজন যুগ্ম মহাসচিব চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন।

শনিবার (১৬ নভেম্বর) রাতে দলটির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানান।

তিনি জানান, রবিবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের অফিস থেকে চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর অফিসে যাবেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।

এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, ‌ভারত সফরে যেসব চুক্তি হয়েছে তা প্রকাশ করার জন্য বিএনপি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাবে। প্রধানমন্ত্রীর অফিসে কাল-পরশুর মধ্যে চিঠি পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও আমরা চিঠি দেব। সেটা যথাসময়ে তাদের কাছে পৌঁছাবে।’

আরও পড়ুন : ঐক্যের মাধ্যমে সরকারকে সরানোই মূল কাজ : ফখরুল

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড