• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঐক্যফ্রন্টের তীব্র সমালোচনায় গয়েশ্বর

  অধিকার ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ০৯:২৬
গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। (ফাইল ছবি)

ঐক্যফ্রন্ট গঠন করে ড. কামালের নেতৃত্বে চলে বিএনপির উপকার নয় বরং ক্ষতি হয়েছে বলে মন্তব্য করে সরকার বিরোধী জোট জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের প্রতি ইঙ্গিত করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘যার সঙ্গে আমার আদর্শিক বিপরীত, যিনি বেগম খালেদা জিয়াকে ওন করেন না, যিনি বিএনপির রাজনীতি ওন করেন না, যিনি জিয়াউর রহমানকে ওন করেন না। তাকে সামনে রেখে পথ চললে সেই পথ অতিক্রম করা সম্ভব? এটা আমি মনে করি না।’

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন চৌধুরী মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : গণতন্ত্র : শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

এ সময় আমরা আমাদের অগ্রাধিকারটা ঠিক করতে পারি নাই, আমরা আমাদের ঐক্যটাকে বেশি গুরুত্ব দিয়েছি উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘হ্যাঁ ঐক্যের একটা আবেদন ছিল জনগণের মাঝে-একটা ইউনিটি দেখতে চায়। সেই ইউনিটির মাধ্যমে কী দেখতে চায়? একটা মুক্ত বাংলাদেশ দেখতে চায়, একটা গণতন্ত্রের মুক্তি দেখতে চায়। কিন্তু আমরা ইউনাইটেড হইলাম, গণতন্ত্র মুক্তি পাইলো না, ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতে শেষ হইলো তারপরেও বেগম খালেদা জিয়া জেলখানায় রইলো।’

দলীয় সংসদ সদস্যদের সংসদে যাওয়ার বিষয়টি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘তারপরও আমরা সন্তুষ্ট হতে পারলাম না। কারণ এই যে দু-একজন অ্যাক্সিডেন্টলি এমপি হয়ে গেছেন মাথাটা খারাপ হয়ে গেল, তাদের আমরা ধরে রাখতে পারলাম না, তারা দৌড়াইয়া পার্লামেন্টে চইলা গেলেন।’

খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বেগম খালেদা জিয়া কেন মুক্তি পাবেন? সরকারের কাছে যদি বার্গেনিংয়ের বিষয়গুলো আমরা স্পষ্ট করতে না পারি, তাহলে কোন বার্গেনিংটা গুরুত্বপূর্ণ সেটা যদি সুস্পষ্ট করতে না পারি তাহলে তো আমাকে ঠকতেই হবে। আজকে আমরা সব এক্সারসাইজ করেছি শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্য এমন কোনো কাজ বাকি নাই যেটা আমরা করি নাই। এখন জনগণকে সন্তুষ্ট করেন এবং জাতীয়তাবাদী শক্তির প্রাণশক্তি বেগম খালেদা জিয়াকে মুক্ত করার কাজটা শুরু করা দরকার। কিভাবে করি সেই সিদ্ধান্তেই আমাদের আসা বেশি জরুরি।’

সংগঠনের সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বরকত উল্লাহ বুলু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুল করিম, জাগপার খন্দকার লুতফুর রহমান, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড