• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পীরগঞ্জ আ. লীগের সদস্য নির্বাচিত হলেন সজীব ওয়াজেদ জয়

  সারাদেশ ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ০০:৪৬
সজীব ওয়াজেদ জয়
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় (ফাইল ছবি)

রংপুরের পীরগঞ্জ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা সভাপতি, তাজিমুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ১নং সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জের ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয় চলতি বছরের ২৬ সেপ্টেম্বর থেকে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় ওই সম্মেলন।

উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আজিজুর রহমান রাঙ্গা। সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, আওয়ামী লীগ নেতা একেএম সায়াদত হোসেন বকুল, আনোয়ারুল ইসলাম, শাহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নূর মো. মণ্ডল, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, লতিফা শওকত ও রওশনারা ওয়াহেদ রানী।

এরপর দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ সময় সভাপতি পদে অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক পদে তাজিমুল ইসলাম শামীম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ১নং সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম পীরগঞ্জ পৌরসভার প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড