• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মঞ্জুর প্রচারণায় ফিরেই বয়কটের হুমকি সিইসিকে

  খুলনা প্রতিনিধি

০৩ মে ২০১৮, ১৮:০৬

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নির্বাচনী প্রচারণা স্থগিতের ঘোষণা দিয়েছিলেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। নিজ বাসায় বৃহস্পতিবার (০৩ মে) সকালে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। পরে ২০ দলীয় জোটের নেতাদের দুপুরে দলীয় কার্যালয়ে সঙ্গে বৈঠক শেষে মঞ্জু ফের নির্বাচনী প্রচারণায় নামেন।

সংবাদ সম্মেলন করে এ সময় গণগ্রেফতার অব্যাহত থাকলে আগামী ৬ মে খুলনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার অনুষ্ঠান বয়কটের হুমকি দেন তিনি।

কেসিসি নির্বাচনের মাঠ না ছাড়ার ঘোষণা দিয়ে মঞ্জু বলেন, ‘প্রয়োজনে মাথায় কাফনের কাপড় পরে নেতাকর্মীরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবে। কোনোভাবেই আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেয়া হবে না।’

তিনি অভিযোগ করেন, ‘বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত নগরজুড়ে পুলিশ ও ডিবির সদস্যরা ধানের শীষের নির্বাচনী প্রচারণায় নিয়োজিত বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, যুবদল নেতা মাহবুব হাসান পিয়ারুসহ বিভিন্ন পর্যায়ের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অসংখ্য নেতাকর্মীর বাড়িতে তল্লাশি করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। নির্বাচনের কাজে যুক্ত থাকলে পরিণতি ভয়াবহ হবে ডিবি পুলিশ শাসিয়ে যাচ্ছে।’

বিএনপির প্রার্থী মঞ্জু বলেন, ‘গতরাতে পুলিশের তাণ্ডবের সময়ই আমি রিটার্নিং অফিসার ও পুলিশ কমিশনারকে ফোন করেছি। কিন্তু, তারা আমার ফোন ধরেননি। এরপর ভয়ার্ত নেতাকর্মীরা বৃহস্পতিবার ভোরে আমার বাড়িতে হাজির হয়েছে। আমি তাদের বলেছি- আমরা কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে যাব না। এই শহরের মানুষ আমাদের সঙ্গে আছে। তাদের জন্যই মাঠে থাকতে হবে।’

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার চরম ইমেজ সংকটে আছে। এই সংকট কাটাতেই বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে।

বিএনপির মেয়র প্রার্থী বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার দফতরে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। বিপরীতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ শহরের প্রান্তসীমা গল্লামারীতে এবং রুপসা ব্রিজ এলাকার একটি পেট্রল পাম্পে ষড়যন্ত্রমূলক সভা করলেও পুলিশ কিংবা রিটার্নিং অফিসার কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’

বিএনপির প্রার্থী অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগাঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক আমিরুজ্জামান খান আলিম, ২০ দলীয় জোটের কেন্দ্রীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, এনপিপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈশা, জাগপা নেতা খন্দকার লুতফর রহমান, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সাঈদ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে নির্বাচনী প্রচারে নামেন নজরুল ইসলাম মঞ্জু। এ সময় বিক্ষুব্ধ দলীয় নেতা-কর্মীরা গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড