• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী 

  অধিকার ডেস্ক    ২০ জুলাই ২০১৮, ১৮:৫৩

খন্দকার মোশাররফ
এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। (ফাইল ছবি)

গত দুবারে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আসতে হবে।’

শুক্রবার (২০ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের বদরপুর এলাকার নিজ বাড়ি আফসানা মঞ্জিল চত্বরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়ন বিশ্বের মধ্যে উন্নয়নের বিস্ময়। আর উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা করেন।’

ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি মো. রাজ্জাক মোল্লা। এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবুল চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আরিফুর রহমান দোলনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড