• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কমছে ডেঙ্গু রোগী, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৯৬ শতাংশ

  অধিকার ডেস্ক    ১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৫

ডেঙ্গু
হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা (ফাইল ছবি)

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। চলতি বছরের শুরুর থেকে মঙ্গলবার (১০ সেপ্টম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৯৮৩ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৪ হাজার ৭১৪ জন। এ পর্যন্ত ৯৬ শতাংশ মানুষ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় (৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা) পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাপসাতালে ভর্তি হয়েছেন ৭৫৩ জন। এর মধ্যে ঢাকায় ২৯৪ জন এবং ঢাকার বাহিরে ৪৫৯ জন। এ যাবত ডেঙ্গু রোগে ৬০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারাদেশে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭২ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৪৯৮ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৫৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ছাড়প্রাপ্ত মোট রোগীর সংখ্যা ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮১, মিটফোর্ড হাসপাতালে ৪৭, ঢাকা শিশু হাসপাতালে ৯, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩১, বিএসএমএমইউতে ১১, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭, বিজিপি হাসপাতালে ১ জন, সম্মলিত সামরিক হাসপাতালে ১১ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ দিকে, ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ১৭২ জন, রংপুর বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ৬৭ জন, সিলেট বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।

ওডি/আরএডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড