• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

৪০ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএর সুপারিশ

  অধিকার ডেস্ক    ২৫ জানুয়ারি ২০১৯, ০৪:৩৩

এনটিআরসিএ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। (ছবি : সংগৃহীত)

দেশের ১৫ হাজার ১৫৭টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৩৯ হাজার ৩১৭ জন শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, সুপারিশ চূড়ান্ত করণের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান এবং তাদের প্রার্থীদের এসএমএসে বিষয়টি অবহিত করা হয়েছে।

সেখানে বলা হয়, ‘দেশের ১৫ হাজার ১৫৭টি প্রতিষ্ঠানে মোট ৩৯ হাজার ৩১৭টি পদের বিপরীতে যথাযথ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন নিবন্ধনধারী আবেদনকারীদের মধ্য থেকে প্রযোজ্য ক্ষেত্রে মহিলা কোটা পূরণ সাপেক্ষে সম্মিলিত জাতীয় মেধা তালিকা অনুসরণ করে সর্বোচ্চ মেধাধারীকে নিয়োগ দিতে সুপারিশ চূড়ান্ত করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রার্থীকে এসএমএসের মাধ্যমে অবহিত করা হয়েছে।’

সুপারিশকৃত প্রার্থীদের এ তালিকাটি দেখার জন্য http://ntrca.gov.bd অথবা http://ngi.teletalk.com.bd তে ক্লিক করতে হবে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনটিআরসিএ পত্রিকায় গণ বিজ্ঞপ্তি দিয়ে সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এন্ট্রি লেভেলের শূন্য পদে নিয়োগের জন্য অনলাইনে চাহিদা চাওয়া হয়। এতে গত ২৬ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১৫ হাজার ১৮৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৯ হাজার ৫৩৫টি পদের চাহিদা পাওয়া যায়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এই পদগুলোতে নিয়োগের জন্য নিবন্ধন সনদধারীদের কাছ থেকে গত ১৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন চাওয়া হয়। যেখানে ৩৯ হাজার ৫৩৫টি পদের বিপরীতে মোট ২৫ লাখ ৭৯ হাজার ১৯৬টি আবেদন পাওয়া যায়।’

এতে আরও বলা হয়, ‘পরবর্তী সময়ে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ভুল চাহিদা দিয়েছে বলে এনটিআরসিএকে লিখিতভাবে জানায়। মূলত সেই প্রেক্ষিতে মোট ১৩২টি প্রতিষ্ঠানের ভুল চাহিদাজনিত কারণে ২১৮টি পদে নিয়োগের সুপারিশ আপাতত স্থগিত রাখা হয়েছে।’

উল্লেখ্য, এ ফলাফলের বিষয়ে কোনো জিজ্ঞাসা, প্রশ্ন বা মতামত থাকলে ৪১০৩০০৪৩, ৪১০৩০০৪৭, ৪১০৩০১২৯, ০১৫৫৮০৫৬১৪২, ০১৭৮৬৪৭৯৩৫২, ০১৮১৪৩৪৬৪৩৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে এনটিআরসিএ কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড