• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

৫ দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি

  অধিকার ডেস্ক

২৭ অক্টোবর ২০১৮, ১১:১৭
মো. আব্দুল হামিদ
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। (ফাইল ছবি)

পাঁচ দিনের সুইজারল্যান্ডে সফর শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

শনিবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান।

এর আগে শুক্রবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৩টা ১৫মিনিটের দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টা) রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী আমিরাতের একটি ফ্লাইট জেনেভার কোয়েন্ট্রিন বিমানবন্দর ত্যাগ করে।

এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি।

গত ২১ অক্টোবর (রবিবার) রাতে বিশ্ববিনিয়োগ ফোরাম-২০১৮ এর শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়ে পরদিন জেনিভায় পৌঁছান রাষ্ট্রপতি।

২৩ অক্টোবর (মঙ্গলবার) তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) বিশ্ব বিনিয়োগ সম্মেলনে বক্তব্য প্রদান করেন।

এরপর ২৪ অক্টোবর (বুধবার) ক্রানস মনটানা ফোরাম আয়োজিত ‘হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামের’ ২০তম সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দেন মো. আব্দুল হামিদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড