• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

  নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২১, ১৬:২৭
করোনার নমুনা পরীক্ষা
করোনার নমুনা পরীক্ষা (ছবি: সংগৃহীত)

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৯০৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২০৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৯০৪ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সড়কে ভ্রাম্যমাণ আদালত

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৫ কোটি ১১ লাখ ৯১ হাজার ৪০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫০ লাখ ৭৩ হাজার ৯৪৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ২২ কোটি ৭৪ লাখ ১৮ হাজার ৩৬৫ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯০৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড