• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিয়ানমার থেকে মাদক ও মানবপাচার ঠেকাতে প্রয়োজনে গুলি

  নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর ২০২১, ১৫:১৬
পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো)

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার রোধ করতে দরকার হলে সীমান্তে গুলি চালানো হবে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সিলেটে এক অনুষ্ঠানে সীমান্তে চোরাচালান রোধ ও সীমান্ত হত্যার বিষয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে কখনো গুলি চালাব না। গতকাল আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে। আগামীতে আমরা গুলি চালাব। এ ধরনের অপকর্ম, মাদক চোরাচালান, মানবপাচার- এগুলো বন্ধ করতে হবে।

মন্ত্রী বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি নাজুক। তবে ইনশাল্লাহ আগামীতে এগুলো আর আসা সম্ভব হবে না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আরও ভালো বলতে পারবেন।

এসময় বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক উন্নয়ন কাজের ধীর গতির সমালোচনা করে তিনি বলেন, প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০ সালে বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক উন্নয়নের প্রকল্প গ্রহণ করেছিলেন। কিন্তু এখনো শেষ হয়নি। ১২ বছরে ১২ কিলোমিটার রাস্তার কাজ হয়নি। এটা সংশ্লিষ্টদের জন্য লজ্জার।

আরও পড়ুন: একনেকে ৯ প্রকল্প অনুমোদন, ব্যয় ৬৫৫১ কোটি টাকা

তিনি আরও বলেন, এই ব্যর্থতার জন্য আমাদের জন্য দু:খের, যারা এই রাস্তা ব্যবহার করছেন তাদের জন্যও দু:খের। আর যারা এই কাজের দায়িত্বে (সওজ কর্মকর্তারা) ছিলেন তাদের জন্য লজ্জার। লজ্জায় তাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড