• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাতেই চট্টগ্রামে নেওয়া হবে আল্লামা শফীর মরদেহ, জানাজা শনিবার

  অধিকার ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৪
আল্লামা শাহ আহমদ শফী
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী (ছবি : সংগৃহীত)

রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ রাতেই চট্টগ্রামে নেওয়া হবে বলে জানা গেছে। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হবে। তিনি ওই মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) ছিলেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন আল্লামা শফীর ছেলে ও হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

এ দিকে, হেফাজত আমিরের সাবেক প্রেস সচিব মাওলানা মুনির আহমদ জানিয়েছেন, ঢাকার জামিয়া ফরিদাবাদ মাদ্রাসায় গোসল ও কাফন পরিয়ে শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে হেফাজত আমিরের মরদেহ নিয়ে হাটহাজারীর উদ্দেশ্যে রওনা দেওয়া হবে।

আরও পড়ুন : আহমদ শফীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) পদ থেকে পদত্যাগের পর অসুস্থ হয়ে পড়লে আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড