• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনসহ চার দেশের ভিসা বন্ধ : পররাষ্ট্রমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ ২০২০, ০০:৩২
মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনসহ অন্যান্যরা (ছবি : সংগৃহীত)

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশে চীনসহ দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির ভিসা বন্ধ থাকবে। যারা যে দেশে অবস্থান করছেন, সেখানেই থাকুন। দরকার হলে দূতাবাসের সঙ্গে কথা বলুন।

এ দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেছেন, ভারতের সঙ্গে দেশের বিমানসহ সব যোগাযোগ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তারা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত সৌদি, আমিরাত, কাতার, ইরাক ও কুয়েতের রাষ্ট্রদূতগণ।

আরও উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, প্রবাসী কল্যাণ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্যরা।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, মধ্যপ্রাচ্যে কাজ করেন এমন অনেকেই ছুটিতে দেশে ফিরে এসেছেন, অনেকের ছুটি শেষ হয়ে গেছে যেতে পারছেন না। পরিস্থিতি ঠিক হলে আবার ফিরে যেতে পারবেন। দেশগুলো প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়াবেন।

আরও পড়ুন : করোনার প্রভাব হাইকোর্টে, ছাপা হবে না কজলিস্ট

বিভ্রান্তিতে না পড়তে সকলকে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

ওডি/এএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড