• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশের আতঙ্ক বাড়িয়েছে তিন দেশ

  নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ ২০২০, ০০:০৬
করোনা ভাইরাস
ছবি : সংগৃহীত

চীন থেকে এখন পর্যন্ত ৭৩টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। চীনের বাইরে করোনা সবচেয়ে বেশি ছড়িয়েছে ইরান, দক্ষিণ কোরিয়া ও ইতালিতে। আর তাই চীনের পর এই তিন দেশ বাংলাদেশের জন্য নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।

এসব দেশ থেকে আসা যাত্রীদের ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আতঙ্কের তালিকায় নতুন তিন দেশ যুক্ত হওয়ার কথা জানান। তিনি বলেন, ‘আমাদের জন্য এখন উদ্বেগের জায়গা হচ্ছে দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরান। বিশ্বস্বাস্থ্য সংস্থাও কিন্তু এ তিন দেশকে হটস্পট বলছে এখন।’

ইতালি থেকে ইউরোপে ও ইরান থেকে মধ্যপ্রাচ্যে করোনা ছড়িয়েছে জানিয়ে ডা. সেব্রিনা আরও বলেন, ‘ইউরোপ এবং ইউরোপ ছাড়াও বেশ কিছু দেশে যে রোগী সংক্রমণ হয়েছে দেখা যায় তারা ইতালি থেকে ভ্রমণ করে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের যে সব দেশে এখন একজন-দুজন করে রোগী বাড়ছে, তারাও কিন্তু দেখা যাচ্ছে ইরান থেকে গেছেন। সে সমস্ত কারণে এটা আমাদের একটা উদ্বেগের জায়গা।’

এছাড়া দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি নিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, ‘সবশেষ ২৪ ঘণ্টায় নতুন রোগীর হিসেবে দক্ষিণ কোরিয়ায় এখন শীর্ষে। আমাদের দেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। অনেক শিক্ষার্থী সেখানে পড়াশোনা করেন। আমাদের এখান থেকে অনেক কর্মী সেখানে কাজ করেন। এবং আমাদের সঙ্গে তাদের ব্যবসায়িক সংযোগও রয়েছে।’

এখন পর্যন্ত মোট ৯৬ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে আইইডিসিআর। এছাড়া বর্তমানে ৫ জন আইসোলেশনে আছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে ডা. সেব্রিনা বলেন, ‘আমাদের হাসপাতালে সব সময়ই আইসোলেশনে থাকে। যখন কেউ আমাদের কাছে আসেন, কিংবা আক্রান্ত দেশ থেকে কারো আসা কিংবা তার বিভিন্ন লক্ষণ-উপসর্গের ব্যাপারে আমাদের কাছে কোনো ফোন-কল আসে, আমরা এখন বিলম্ব না করে তাকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে পাঠাই। নমুনা সংগ্রহ করার পর নমুনা পরীক্ষা করে তাকে ছাড়ি। কোনো কোনো ক্ষেত্রে কোয়ারেন্টিনেও রাখি।’

আক্রান্ত দেশগুলো থেকে আসা ব্যক্তিদের তথ্য জানাতে আবাসিক হোটেল মালিকদের মালিকদের নির্দেশনা দিয়েছে আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, ‘যেসব হোটেলে আক্রান্ত দেশগুলো থেকে এসে যাত্রীরা থাকতে পারেন সেসব হোটেল মালিকদের সঙ্গে আমরা বৈঠক করেছি, তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আবাসিক হোটেলে আক্রান্ত দেশ থেকে এসে যাত্রীরা থাকেন, অনেক সময় বিমানের ক্রুরা থাকেন, অনেক সময় ট্রানজিট প্যাসেঞ্জাররাও এসে থাকেন। সে জন্য আমরা হোটেল মালিকদের সুনির্দিষ্ট কিছু অনুরোধ করেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে আক্রান্ত দেশ থেকে যারা আসেন,তাদের সম্পর্কে তথ্যগুলো আমাদের জানান। যাতে আমরা আমাদের আইইডিসিআর এর পর্যবেক্ষণের টিমের মাধ্যমে তাদের পর্যবেক্ষণে রাখতে পারি।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড