• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৪১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিডিপিতে বস্ত্রখাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ১১:৩৪
শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রতিবেশি দেশগুলোতে রপ্তানী বাজার সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে বস্ত্রখাতের গুরুত্ব অপরিসীম। এ জন্য এ খাতে প্রণোদনা দিচ্ছে সরকার। জিডিপিতে বস্ত্রখাতের অবদান ১৩ শতাংশ বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় বস্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, নারীদের কর্মসংস্থানে বস্ত্রখাত বড় ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

এছাড়া বাণিজ্য সম্প্রসারণে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বস্ত্র দিবস ২০১৯ ও বস্ত্রমেলার উদ্বোধন করেন। এ মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। জাতীয় বস্ত্র দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হলো- ‘বস্ত্রখাতের বিশ্বায়ন, টেকসই উন্নয়ন।

উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম ও মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।

আরও পড়ুন : নানকের শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

বস্ত্রখাতের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অনুষ্ঠানে ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা পদক দেন প্রধানমন্ত্রী।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড