নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগে মধ্যরাতে কয়েকটি ঘর ও রিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ মে) দিনগত রাত ৩টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার।
তিনি বলেন, হাজারীবাগের ঝাউচর বেড়িবাঁধ এলাকায় বস্তির মত ছোট ছোট কয়েকটি আবাসিক ঘর ও একটি রিকশা গ্যারেজে আগুন লাগে। রাত ৩টায় বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি ফায়ার সার্ভিসে ফোন করে আগুনের সংবাদ জানান। সংবাদ পেয়ে ৩টা ৫ মিনিটে প্রথম ইউনিট এবং ধাপে ধাপে ৬ টি ইউনিট গিয়ে পৌনে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাহান সিকদার বলেন, ঘণ্টা খানেকের মধ্যে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। ফায়ার সার্ভিসের একটি দল ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। এছাড়াও আগুন কেন লাগল এবং এর সূত্রপাত খুঁজতে তদন্ত চলছে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড