• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |  
  • বেটা ভার্সন
sonargao

বেতনের দাবিতে রাজধানীতে শ্রমিকদের বিক্ষোভ

  নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল ২০২০, ১৩:০৬
বিক্ষোভ
সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা (ছবি : সংগৃহীত)

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর বাড্ডা, মহাখালী ও দারুস সালামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করে।

জানা গেছে, সামসুর রিজিয়া ফ্যাশনস লিমিটেড কারখানার কয়েকশ’ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলেও, বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হন শ্রমিকরা। করোনা সংকটের মধ্যে বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের।

এছাড়া সকাল ৯টার দিকে মহাখালীতে এম ইউ ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানায়, আজ বেতন দেয়ার কথা থাকলেও, কথা রাখেনি কারখানা কর্তৃপক্ষ।

আরও পড়ুন : বিএনপি জনগণের পাশে দাঁড়ালে সরকারের সহ্য হয় না : ফখরুল

অন্যদিকে, মিরপুরের দারুস সালাম এলাকতেও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড