সাহিত্য ডেস্ক
অমর একুশে বইমেলা-২০২২ এ নাজনীন মোসাব্বেরের প্রথম বই ‘কে বলে বুড়ো’ প্রকাশ হতে যাচ্ছে।
বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা ‘আজব প্রকাশ’। প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। বইটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।
প্রকাশিতব্য বইটি সম্পর্কে নাজনীন মোসাব্বের বলেন, এটি আমার প্রথম বই। এতে কবিতা ও গল্প রয়েছে। আশা করি বইটি পড়লে ভালো লাগবে। আমি বেশি কিছু বলবো না, পাঠকই বিচার করবেন বইটির ভালো-মন্দের।
নাজনীন মোসাব্বের জন্ম চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক-স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। একইসঙ্গে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকার গুলশানে থাকেন।
নাজনীন ইন্টারন্যাশনাল ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি শাখার ‘ক্লাব এডিটর' ও শিল্প-সাহিত্যের ফেসবুক গ্রুপ ‘সৃজন'-এর সঙ্গে যুক্ত রয়েছেন।
ওডি/নিমি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]om
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড