• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোহাগ রেজভীর পাঁচটি রুবাইয়াৎ

  সোহাগ রেজভী

০৭ মার্চ ২০১৯, ১০:৫২
কবিতা
ছবি : প্রতীকী

তোমার যখন ষোল হবে, জানি আমার হবে তাই, তুমি আমার আমি তোমার, হিসাব তো একটাই! কুমারী হয়ে মরলো যে, সে কী কাকে বলো পাবে? মোল্লাজি এই প্রশ্ন শুনে, বলে তুই বেয়াদবের ভাই।

কীসের ভয় দেখাস আমায়, ওরে সবাই হবি চাখনাচুর, পাখনা মেলেই উড়বো আমি, দেশ থেকে দূর বহুদূর। গুরুর খড়ম নেবো মাথায়, ঈশ্বর পূজা করি রোজ; প্রেমিক হবো প্রেম বিলাবো, ধ্বংস করবো সব অসুর।

জিজ্ঞাসিল স্রষ্টা মোরে, ওরে কেন তুই পাপ করিস, কইলাম আমি স্রষ্টা তুমি, নিজে পুঁতেছ সেই জিনিস! আদম কেন গন্দম খায়, কেন আযাযিল ইবলিস হয়; পাপ করি তো সাথে পুণ্যও করি, সতেরবার কুর্নিশ।

যদি শাদির আগে শব হই, তবে আমার প্রাপ্তি কী, মোল্লায় কয় তারা স্বর্গে পাবে, সাত দশে সত্তর সাকি। ভবে মোর ভাণ্ড শূন্য হবে, মানদণ্ড তার কী উপায়; তোমার দান উপচে পড়ে, দেবেনা তো আমায় ফাঁকি!

সবার মাথায় পড়বে জানি, কে আর থাকবে এমনি খাঁড়া, সভ্য যেমন পড়বে শুয়ে, জানি তেমনি শুইবে অসভ্যরা। পড়াপড়ির এই জগতে, কেউ আগে কেউ পড়বে পরে; মরার আগে মরলো যারা, জেনো তারাই ভবে সর্বসেরা।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড