• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জুনায়েদ বি. রাহমানের তিনটি কবিতা

  জুনায়েদ বি. রাহমান

২৪ নভেম্বর ২০১৮, ০০:১২
কবিতা
ছবি : প্রতীকী

তোমাকে মনে পড়লে

১ দুপুররাতে তোমাকে মনে পড়লে, চারিপাশে খা-খা করে নেমে আসে চৈত্র মনেরপ্রিজম ফুঁড়ে শূন্যে ডানা মেলে সহস্র শোকপাখি ভারী-ভারী দীর্ঘশ্বাস... কালযোগে, দুধকালো কাঁচপাথর গলে শিশিরের মতো চুইয়ে চুইয়ে ঝরে পড়ে লবণজল সাথে ভরানিদ্রার উপাদান।

২ তোমার স্পর্শ লেগে আছে ঘুণে খাওয়া পুরানো ডায়েরির ক্ষত-বিক্ষত পাতাদের শরীরে কল রেকর্ডের রঙ্গমাখা প্রেমকথারা ভেটো দিয়েছে বহু আগে তবুও রাতদুপুরে তোমাকে মনে পড়লে সব ঘুম পালিয়ে যায় মেঘের দেশে।

প্রেমের অবেলা

ফোনকলে তোমাকে অবেলায় ওয়েটিং দেখালে, বুকের বাঁপাশে একটা বেনামি ব্যথা চিনচিন করে জেগে উঠে- আখের বাতাসে লুটোপুটি খেলে নাটাই ছেড়ার সম্ভব্য শব্দতরঙ্গ, দেউলিয়া শঙ্খচিল..

কি আর এমন হলো! ভেবে মুক্ত-চিত্তে চোখ রাখি সাদা-কালো ছায়াপথে-- তবুও, শিশিরের মতো বিন্দুবিন্দু নোনাজলে ভিজে ওঠে চোখের ফইড়… নাকের বাক- মনের চৌকাঠ। মাকড়ী পায়ে চারিপাশে তিরতির করে নেমে আসে প্রেমের অবেলা।

নির্ঘুম মেঘরাত

বর্তমানের মুখে নোঙ্গর গেড়েছে প্রাক্তন এক কুয়াশা মাখা হিমাঙ্কের শীতবিকেল তোমার প্রেমপ্রেম মায়াচোখ যেনো এখন জ্বলন্ত কাঠকয়লা ধেয়ে আসা আগুন উত্তাপে পুড়ছে ভেতর উচাটন - হাঁসফাঁস... নির্ঘুম মেঘরাত।

সময়ের চেইন ঘুরাতেই মরে যায় বর্তমান দিন-রাত, ক্যালেন্ডারের সংখ্যা, চৈত্র-শ্রাবণ পৃথিবীর রঙ। শুধু মরে না মনছোঁয়া কিছু পুরানো সময়!

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড