• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাগো বন্ধু

  রহমান মৃধা

২১ জুন ২০২৩, ১৭:১২
জাগো বন্ধু

তুমি নীরবতার মাঝে

কোথায় আছো আমরা জানিনে কেও।

ভেবেছি তবু তোমার কথা

আজকের এদিনে জানিবে তুমি,

ভুলি নাই মোরা তোমাকে বন্ধু

শুভ জন্মদিনে।

পালিয়েছে সবাই তোমাকে ছেড়ে

তোমার দুখের দিনে।

ভেবেছ কি কভু এটাই নিয়ম

ফিরে দেখো যদি পিছে?

পৃথিবী বড় কঠিন জায়গা

সবাই বলিবে তাই।

আমি বলিব ছিলনা কঠিন

করেছি আমরা সেটা।

যার ফলে আজ হয়েছে এমন

স্বীকার করবে না কেও।

কিচ্ছু তাতে যায় আসেনা

কে কী বলিল?

আমি মনে করি হৃদয়ে যদি

থাকে সততা,

দুর করে দাও সকল ব্যথা

জেগে ওঠো তুমি নতুন করে

নতুন চেতনা নিয়ে।

গড়ে তোল তুমি সুন্দর করে

হৃদয়ের মাঝে নতুন মঞ্জিল।

দেখিবে সবাই আসিবে ফিরে

বুঝিবে তাদের ভুল,

বরণ করিও আসিলে তারা

দিয়ে একগুচ্ছ ফুল।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড