• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাটি!

  রহমান মৃধা

১৬ জুন ২০২৩, ১৬:৪২
মাটি!
মাটি ও ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা (ছবি : সংগৃহীত)

শুরু থেকে শেষ অবধি

যা কিছু ঘটেছে

তার কিছু রটেছে।

জগতের সৃষ্টিতে যা কিছু রয়েছে

মাটির পরশ তারা পেয়েছে।

মৃত্যুর পরে সব

মিশে যাবে মাটিতে।

তুমি আমি থাকব না

তাতে কি হয়েছে?

কবে শুরু হয়েছিল

কেও তা জানে না।

কবে শেষ হবে সব

কে বলতে পারে তা?

দেখিতে মন চায়

তাঁরে বার বার।

হবে কি দেখা তারে

কোনো এক বার?

আমার শরীরে যা কিছু আছে

জেনেছি তার সব রয়েছে মাটিতে।

কেমনে ঘটিল সেটা

কে পারিবে বলিতে?

হঠাৎ ধরেছে মনে

মাটিতে পা ফেলতে।

মাটির গুণাবলি জানিবার পরে

ধরেছে মন আমার তাঁহার ওপরে।

সব কিছু সহ্য করে

চলেছে বহন করে,

শুরু থেকে শেষ ক্ষণ

প্রতিবাদ ছাড়া।

হঠাৎ ভাবছি আমি

মাটির ওপর সিজদা করি,

দিতে তার প্রতিদান!

আলো-বাতাস সাথে

পানি আর মাটি,

এ ঋণ শোধ করিতে

দিতে হবে কি?

এমনটি ভাবনা ধরেছে হৃদয়ে,

স্রষ্টা জানেন শুধু কি হবে পরে!

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড