সাইয়ারা
কোথাও যাবো না আমি
এইখানেই পইড়া থাকবো মাটি কামড়াইয়া।
এই মাটিতেই দাঁত শক্ত হোক,
বীজ গিলল্যা মাটি ফুইরা গাছ হইয়া যাই।
সেই গাছের পাতা পইড়্যা যাক পাশের খালের পানিতে
সেই পাতা খুইজ্যা নিক একটা ছোট মাছ।
ভাসতে ভাসতে সেই মাছ মাথা তুইল্যা আকাশ দেহুক।
উহহু, বেশি আলো আকাশের!
মাছে পাতার নীচে গা ঢাকা দিয়া রাইতের অপেক্ষা করুক
রাত নাইম্যা আইলে তারা গো লগে ভাব করুক
তারা গুলার একটা ভুল কইর্যা খইস্যা পড়ুক মাটিতে
ওই তারাডা আমি হই।
আবার আমি মাটি কামড়াইয়া থাহি,
এই চক্রের কোনো বিনাশ নাই।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড