লাকি জাদু
বয়ে যাওয়া প্রবল স্রোত-
বাঁধে কি মানে,
সংকোচে -সত্রাসে আড়াল,
শুধুই অভিমানে??
দূরত্ব! অভিযোগ-অনুযোগ
চলে নিঃশ্বাস অবধি
অতিশয় আকুলতা
তবে প্রতিকূলে গতি...
অভিযোগের উর্ধ্বে চলা
আমার বেপরোয়া মন,
অজুহাতে হয় না নরম
কাদেঁও না আর এখন,
রোজ প্রহরের শুরুতে
কতই না রোদন
শেষ বেলাতে ঘিরে আছে
নীলচে কালো বেদন..
বারংবার ক্ষমা নয়,
আমার বড্ড অভিমানী মন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড