রহমান মৃধা
আমি যখন সূর্যের মতো অন্ধকারে ডুবে যাই,
তখন লোভে হয়ে পড়ি পথভ্রষ্ট,
হয়ে পড়ি দুর্নীতিগ্রস্থ।
আমি বিবেকের মুখামুখি হয়ে
নিজেকে প্রশ্ন করি,
আমি দেখতে মানুষের মতো
তারপরও কেন দানবের মতো আচরণ আমার?
আমি বারবার ব্যর্থ হই
কিন্তু থেমে যাইনি
তাই সলকে ফিরে আসি।
আমিও ভুল করি,
কিন্তু শিখার আগ্রহ কমেনি।
আমিও নিখুঁত নই
তবু প্রতিকূলতায় লড়াই করে চলছি।
আমিও রেগে যাই
কিন্তু শুধরিয়ে নিতে শিখেছি।
আমারও মন খারাপ হয়
কিন্তু করিনে অভিনয়।
আমিও অন্যায় করি
তবে তার জন্য অনুতপ্ত হই।
আমিও ভালোবাসতে চাই
এবং ভালোবাসা পেতে চাই।
আমার চাওয়াই আমার জীবনের বাধা
আর আমার পাওয়াই আমার জীবনের সার্থকতা।
আরও পড়ুন : দেখা হয়েছিল পূর্ণিমা রাতে
আমার বিশ্বাসই আমার শক্তি,
আমার শক্তিই আমার স্রষ্টা,
আমি তাঁরই সৃষ্টি মানুষ।
লেখক : সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।
ওডি/কেএইচআর
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড