• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন জুতা পরায় যদি পায়ে পড়ে ফোস্কা

  লাইফস্টাইল ডেস্ক

২৪ আগস্ট ২০১৯, ০৯:২৭
নতুন জুতা
পায়ে নারকেল তেল মাখলে ফোস্কা পড়ে না; (ছবি- ইন্টারনেট)

শখ করে নতুন জুতা কিনেছেন। জুতা পরে ঘণ্টাখানেক হাঁটার পরই অনুভব করলেন ব্যথা। গোড়ালির পেছন দিক ছিলে গেছে। নতুন জুতা পরার ফলে অনেকেরই পায়ের গোড়ালি, আঙুলের পাশে ও বুড়ো আঙুলে ফোস্কা পড়ে। আর এই ফোস্কার কারণে পরের ২/৩ দিন হাঁটা চলা করাই মুশকিল হয়ে পড়ে।

কয়েকটি ছোটখাটো উপায় কাজে লাগিয়ে খুব কম সময়ে এই ফোস্কা সারিয়ে তোলা যায়। চলুন তবে এমন কিছু কার্যকর উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক-

অ্যালোভেরা জেল-

নতুন জুতা পরার কারণে ফোস্কা পড়লে, সে স্থানে অ্যালোভেরা জেল লাগান। এতে পায়ের ফোস্কা দ্রুত শুকিয়ে যাবে। পাশাপাশি দূর হবে ব্যথা।

মধু-

পায়ের ফোস্কা দূর করতে কার্যকরী একটি উপাদান মধু। ফোস্কার জায়গায় দিনে ৩বার করে মধু লাগিয়ে দেখুন। এতে ফোস্কা দ্রুত শুকিয়ে যাবে।

নারকেল তেল-

নতুন জুতা পরার আগে পায়ে নারকেল তেল ম্যাসেজ করে নিন। এতে পায়ে আলাদা ঘর্ষণের সৃষ্টি হয় না। তাই পায়ে ফোস্কা পড়ার ঝুঁকিও অনেকখানি কমে যায়। হাতের কাছে নারকেল তেল না থাকলে সরিষার তেল ব্যবহার করুন।

টেপ স্পঞ্জ-

জুতার যে অংশগুলো শক্ত, সেগুলো ঘষা লেগে পায়ে ফোস্কা পড়তে পারে। এই জায়গাগুলোতে টেপ দিয়ে স্পঞ্জ লাগিয়ে নিন। এতে ফোস্কা পড়ার ঝুঁকি কমবে অনেকখানি।

ভ্যাসলিন-

নতুন জুতা পরার আগে পায়ের গোড়ালি, আঙুলের পাশ আর বুড়ো আঙুলে ভ্যাসলিন মেখে নিন। এটিও নারকেল তেলের মতোই কাজ করবে।

পায়ে পড়া ফোস্কা কোনোভাবে ফেটে গেলে তাতে অ্যান্টি সেপটিক ক্রিম লাগিয়ে নিন। নাহয় জীবাণু আক্রমণ করতে পারে।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড