• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেকআপে যে জিনিসের ব্যবহার না করলে ঠকবেন

  লাইফস্টাইল ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, ১৩:০৯
মেকআপ
মেকআপে রাখুন প্রাইমার; (ছবি- ইন্টারনেট)

বিশেষ দিনের পার্টি কিংবা উৎসবের দিন নিজেকে সুন্দর দেখানো চাই। আর তাই পছন্দসই মেকআপে নিজেকে সাজান বেশিরভাগ নারী। ধরুন খুব সুন্দর করে সেজে ঘর থেকে বের হলেন কিন্তু খানিক বাদেই ঘেমে-নেয়ে একাকার। ফলাফলস্বরূপ, মুখের মেকআপ গলে বিচ্ছিরি অবস্থা।

যারা মেকআপ করেন তাদের মেকআপ কিটের তালিকায় খুবই প্রয়োজনীয় একটি জিনিসে অনুপস্থিতির কারণেই এমনটা হয়ে থাকে। কিন্তু কী সেই জিনিস? মেকআপকে পরিপূর্ণতা দেয় ‘প্রাইমার’। আপনি মাঝেমধ্যে মেকআপ করলে অবশ্যই মেকআপ কিটের তালিকায় রাখুন উপকারী এ জিনিসটি।

কেন এত গুরুত্বপূর্ণ প্রাইমার? কেনই বা এটি ব্যবহার করবেন? চলুন জেনে নেওয়া যাক-

সাজের শুরুতেই মুখ টোনার দিয়ে পরিষ্কার করে নিন। এরপর প্রাইমার লাগান। এটি মুখে মেকআপকে অনেকক্ষণ বসিয়ে রাখবে।

যারা অতিরিক্ত ঘামানোর সমস্যায় ভোগেন তাদের জন্য প্রাইমার খুব বেশি দরকারি। কারণ এটি ঘাম আটকে রাখে। এটি শরীরের রোমকূপকে ঠান্ডা রেখে ঘাম হতে বাঁধা দেয়।

ম্যাট ফিনিশ বা গ্লসি— মেকআপ যাই হোক না কেন প্রাইমার ব্যবহার করলে তা সুন্দরভাবে মুখে বসে। আর তাই মেকআপের বেস হয় আরও জোরদার, সাজ হয় আরও সুন্দর।

প্রাইমার বেশ হালকা। আর তাই এটি চেহারায় আনে ফুরফুরে ভাব। যারা অল্প সাজে নিজেকে সাজাতে চান তারা প্রাইমারের ওপর ব্লাশার ও কম্প্যাক্ট দিয়েও সাজ সম্পূর্ণ করতে পারেন।

প্রাইমারের নিজস্ব উজ্জ্বলতা রয়েছে। তাই প্রাইমার ব্যবহার করলে চেহারা চকচকে হয়ে ওঠে। আর সবমিলিয়ে সাজে আসে ঔজ্জ্বল্য।

তবে প্রাইমার ব্যবহার করলে মেকআপ তোলার সময় সতর্ক থাকুন। কারণ এটি তাড়াতাড়ি ত্বকে বসে যায়। আর তাই ভালো করে মেকআপ না তুললে ত্বকের ক্ষতি হতে পারে।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড