• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেলনা কফি বীজ দিয়ে করতে পারেন যে কাজগুলো

  লাইফস্টাইল ডেস্ক

২৪ জুলাই ২০১৯, ০৯:৪০
ব্যবহৃত কফি বীজ
ব্যবহৃত কফি বীজ; (ছবি- ইন্টারনেট)

বড় বড় কফিশপগুলোতে কফির বীজ দিয়ে কফি বানানো হয়। আর ব্যবহৃত কফি ফেলে দেওয়া হয়। এই ফেলনা জিনিস দিয়েই অনেক কাজ করা যায় যা আমাদের জানা নেই। কী করতে পারেন ব্যবহৃত কফি দিয়ে? চলুন জেনে নিই-

পোকা-মাকড়ের উপদ্রব কমাতে-

কফিতে থাকা ক্যাফেইন পোকা-মাকড় দমনে বেশ কার্যকর। ঘরের যেখানে বেশি পোকা-মাকড় রয়েছে সেখানে কিছুটা ব্যবহৃত কফি ছিটিয়ে দিন। মশা, পিঁপড়াসহ ফলের ওপর বসা ছোট পোকা-মাকড় দূর করে এটি।

দুর্গন্ধ দূর করতে-

যেকোনো ধরনের দুর্গন্ধ দূর করতে কফি ব্যবহার করুন। ব্যবহৃত কফি ফ্রিজে রেখে দিলে বাজে গন্ধ দূর হয়। জুতার ভেতরের দুর্গন্ধ দূর করতেও এটি বেশ কার্যকর। পেঁয়াজ বা রসুন কাটার পর হাত থেকে গন্ধ বের হলে কফিকে হ্যান্ড স্ক্রাব হিসাবে ব্যবহার করে হাত ধুয়ে ফেলুন।

স্ক্রাব হিসাবে-

কফি বীজ স্ক্রাব হিসাবে ভালো কাজ করে। সামান্য নারকেল তেলের সঙ্গে মিশিয়ে এটি ত্বক পরিষ্কার করার কাজে ব্যবহার করুন। ত্বকের মরা চামড়া দূর হবে।

সার হিসাবে-

কেবল আপনার জন্য নয়, গাছের জন্যও উপকারী কফি বীজ। ব্যবহৃত কফি বীজ বাগানের গাছের গোড়ায় ছিটিয়ে দিন। সার হিসাবে কাজ করবে।

প্রাকৃতিক রং হিসাবে-

চুল কিংবা কাপড় রাঙাতে ব্যবহার করতে পারেন ফেলনা কফি বীজ। এটি প্রাকৃতিক রং হিসাবে কাজ করে।

বাসন পরিষ্কার করতে-

স্টেইনলেস স্টিলের বাসন পরিষ্কার করতে ব্যবহার করুন ব্যবহৃত কফি। সাবান পানির সঙ্গে কফি বীজের ব্যবহৃত অংশ মিশিয়ে নিন। বাসন হবে ঝকঝকে।

কাঠের আসবাব পরিষ্কার করতে-

কাঠের আসবাব থেকে যেকোনো দাগ দূর করতে ব্যবহার করুন ব্যবহৃত কফি বীজ। নরম সুতি কাপড়ে কফি নিয়ে আসবাব ঘষুন। ১৫ মিনিট অপেক্ষা করে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। আসবাব হবে ঝকঝকে।

চুলের যত্নে-

ব্যবহৃত কফি বীজ চুলের গোড়ায় ঘষুন, এরপর ধুয়ে ফেলুন। এতে করে মাথার ত্বকের ডেডসেল দূরে হয়ে রক্ত চলাচলা বাড়বে। সেসঙ্গে বাড়বে চুলের ঘনত্ব।

আজ থেকে তবে কফি বানানো শেষে এর ব্যবহৃত অংশ ফেলে না দিয়ে এসব ঘরোয়া কাজে ব্যবহার করুন।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড