• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

এই কৌশল কাজে লাগালেই পাবেন ঝরঝরে ভাত!

  অধিকার ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৫০

ভাত
ঝরঝরে ভাত (ছবি : ইন্টারনেট)

কথায় বলে ভাত আর চা- এই দুই রান্নার দক্ষতা না থাকলে নাকি কেউই পুরোপুরি সঠিকভাবে তা রান্না করতে পারেন না। ঝরঝরে ভাত কে না পছন্দ করে। ধরুন বাড়িতে মেহমান এসেছে, রান্না করেছেন ঠিকই কিন্তু ভাত হয়ে গেল নরম কিংবা চাল ঠিকমতো সেদ্ধই হলো না। কেমন হবে ব্যাপারটা?

অনেকেই মনে করেন, ভালো মানের চাল আর চাল সহজে নাড়াচাড়া করা যাবে এমন হাঁড়ির ওপরই নির্ভর করে ভাত ঝরঝরে হবে কি না। তবে সহজ একটি কৌশল কাজে লাগালে ভাত যেভাবেই রান্না করুন না কেন, তা হবে একদম ঝরঝরে।

ভাত রান্নার সময় একটি লেবু চিপে তার রস দিয়ে দিন। ব্যস এভাবে ভাত রান্না করে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা না খুলেই রেখে দিন, এরপর মাড় ঝরিয়ে নিন। এতে পাবেন রেস্টুরেন্টের মতো ঝরঝরে ভাত।

ভাত রান্নার সময় লেবুর রস যোগ করলে ঝরঝরে ভাত তো পাবেনই, সেসঙ্গে যোগ করে সুগন্ধও। রন্ধনবিশারদদের মতে, লেবুতে থাকা অ্যাসিড, চালকে একে অন্যের গায়ে লাগতে দেয় না এবং চালের নিজস্ব আঠাভাব কাটাতে সাহায্য করে।

তবে আর কী, আজ থেকে ভাত রান্নার সময় এ কৌশল কাজে লাগান আর পেয়ে যান ঝরঝরে ভাত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড