• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দূর হোক মাকড়সা, এসব ঘরোয়া উপায়ে

  অধিকার ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৮

মাকড়সা
ছবি : সংগৃহীত

প্রতি সপ্তাহে ঘর ঝেড়ে পরিষ্কার করার পরও ঘরের কোণায় কোণায় জমে মাকড়সার জাল। প্রায় সব বাড়িতেই দেখা যায় এই বিরক্তিকর প্রাণিটিকে। অনেকেই ঘর থেকে মাকড়সা দূর করতে কীটনাশক কিংবা বিষ ব্যবহার করেন।

জানেন কি ঘরে থাকা কিছু উপাদানের মাধ্যমেই ঘরকে করতে পারেন মাকড়সামুক্ত? চলুন তবে মাকড়সা তাড়ানোর ঘরোয়া উপায়গুলো জেনে নেওয়া যাক-

পুদিনা পাতা-

সালাদের সঙ্গে একটুখানি পুদিনা পাতা হলে ব্যাপারটা জমে বেশ। আপনি পুদিনার ঘ্রাণ পছন্দ করলেও, তা একদমই সহ্য করতে পারে না মাকড়সা। তাই ঘরকে মাকড়সামুক্ত রাখতে চাইলে কিছু পুদিনা পাতা পানি দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর এই পানি স্প্রে বোতলে ভরে ঘরের যেসব জায়গায় মাকড়সার আক্রমণ বেশি সেখানে স্প্রে করুন।

চাইলে পুদিনা পাতার তেলও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে পুদিনার তেলের সঙ্গে পানি মিশিয়ে স্প্রে করতে পারেন।

হোয়াইট ভিনেগার-

ঘর থেকে মাকড়সা তাড়াতে ব্যবহার করতে পারেন হোয়াইট ভিনেগার। এটি পুদিনা পাতার চেয়েও বেশি কার্যকর। ভিনেগারের সঙ্গে পরিমাণমতো পানি মিশিতে ঘরের কোণাগুলোতে স্প্রে করুন। মাকড়সা পালাবে।

লেবু-

মাকড়সা দূর করতে দারুণ কার্যকর লেবু। ঘরের যেসব স্থানে মাকড়সা বেশি আক্রমণ করে সেখানে লেবুর রস ঘষে দিন। চাইলে কয়েকটি লেবু থেকে রস নিয়ে তা স্প্রেও করতে পারেন।

এসব ঘরোয়া উপায়ে কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই দূর হবে মাকড়সা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড