• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘর থেকে তাড়ান টিকটিকি

  লাইফস্টাইল ডেস্ক

২৮ নভেম্বর ২০১৯, ১৩:১৩
টিকটিকি
ছবি : সংগৃহীত

টিকটিকি নেই এমন বাসা খুঁজেই পাওয়া যাবে না। দেখতে নিরীহ মনে হলেও এই প্রাণী আসলে খুবই বিষাক্ত। বিশেষত এর ত্বক ও বর্জ্য শরীরের ক্ষতি করে। এটি দেহে নানা প্রদাহ তৈরি করতে পারে। আর তাই, টিকটিকি মুক্ত বাড়ি চান সবাই।

ছোটোখাটো কিছু উপায় মেনে চললে ঘরকে সহজে টিকটিকি মুক্ত রাখা যায়। কী সেগুলো? চলুন জেনে নিই-

ডিমের খোসা-

টিকটিকির উৎপাত বেশি এমন স্থানে ছড়িয়ে রাখুন ডিমের খোসা। টিকটিকি এ গন্ধ সহ্য করতে পারে না।

রসুনের কোয়া-

জানালার কোণায় কিংবা ভেন্টিলেটরে কিছু রসুনের কোয়া রেখে দিন। এর গন্ধে টিকটিকি পালাবে।

পেঁয়াজ-

পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার যার গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। তাই টিকটিকি চলাচল করে এমন জায়গায় কয়েক টুকরো পেঁয়াজ ফেলে রাখুন।

গোলমরিচ গুঁড়া-

গোলমরিচ বা শুকনো মরিচের গুঁড়ার গন্ধ টিকটিকির বেশ অপ্রিয়। কারণ এই গন্ধ তাদের মস্তিষ্ককে অবশ করে দেয়। তাই গোলমরিচ গুঁড়া কিংবা মরিচের গুঁড়া পানিতে মিশিয়ে সেই পানি টিকটিকি উপদ্রুত এলাকায় স্প্রে করুন। তবে বাড়িতে শিশু থাকলে কাজটি সতর্কতার সঙ্গে করবেন।

তামাক-

তামাকের কড়া গন্ধ সহ্য করতে পারে না টিকটিকি। কফি পাউডারের সঙ্গে তামাকের গুঁড়া মিশিয়ে ছোট ছোট গুলি আকারের বল তৈরি করে নিন। এই বলগুলো টিকটিকি চলাচলের পথে রেখে দিন। সহজেই টিকটিকি মরবে।

এসবের পাশাপাশি ঘরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড