• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেটের মেদ কিছুতেই কমছে না কারণ...

  সাদিয়া ইসলাম বৃষ্টি

২১ আগস্ট ২০১৯, ১৫:০০
মেদ
ছবি : প্রতীকী

খাবার থেকে শুরু করে শরীরচর্চা— অনেক চেষ্টা করছেন, অথচ আপনার পেটের মেদ একেবারেই কমছে না? কোথায় ভুলটা হচ্ছে? চলুন, পেটের মেদ সংক্রান্ত এই প্রশ্নটির উত্তর জেনে নিন এই লেখায়-

পেটের মেদের ধরণটা কী?

আপনি যদি অনেক অনেক চেষ্টার পরেই পেটের মেদ না কমাতে পারেন, সেক্ষেত্রে এমনটা হতে পারে যে আপনি ভুল পদ্ধতি অনুসরণ করছেন। আমাদের পেটের মেদ ভিন্ন ভিন্ন কারণে তৈরি হয় এবং তাদের আকৃতি আলাদা হয়। মানসিক চাপের কারণে এক রকমের মেদ তৈরি হয়, আবার হরমোনের কারণে এক রকমের মেদ তৈরি হয়। আর এই মেদের কারণভেদে সমাধানটাও ভিন্ন ভিন্ন হয়। চিকিৎসকের সাথে কথা বলে আপনার পেটের ধরন এবং সেটা ঝরানোর সঠিক উপায় সম্পর্কে জেনে নিন।

ওজন নিয়ে অতিরিক্ত চিন্তা নয়!

অনেকেই ওজন নিয়ে অতিরিক্ত চিন্তা করে ফেলেন। একটু পর পর নিজের ওজন মেপে দেখা থেকে নিজেদের বিরত রাখতে পারেন না তারা। এই সমস্যাটি আপনার মধ্যে থাকলে সেটা থেকে বিরত থাকুন।

কারণ, আপনার এই অতিরিক্ত মনোযোগ মানসিক ও শারীরিকভাবে অসুস্থতা তৈরি করে তুলতে পারে। শরীরচর্চা করার প্রতি আপনাকে উদাসীন করে তুলতে পারে। একটা সময় মানসিক চাপ এবং সেখান থেকে অতিরিক্ত খাওয়াদাওয়া ইত্যাদি ঘটতে পারে। এতে করে ওজন তো কমবেই না, বরং আরও বেড়ে যাবে।

খাবার নিয়ে সতর্ক না থাকা-

আপনি হয়তো একবেলা খুব স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, আর অন্যবেলায় গিয়ে ফাস্ট ফুড খাচ্ছেন। এমনটা কিন্তু মোটেও আপনার শরীরের জন্য ভালো নয়। যদি আপনার স্বাস্থ্যকর খাবারে অনেক বেশি চিনি থাকে, তাহলেও সেটা অস্বাস্থ্যকর হয়ে পড়বে। তার মানে কিন্তু এই নয় যে, আপনাকে শুধু ফল এবং সবজি খেয়েই থাকতে হবে।

চেষ্টা করুন সব রকমের খাবার খাওয়ার। অবশ্যই ফাস্ট ফুড নয়, তবে ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টি উপাদান আছে এমন সবগুলো খাবার মিশিয়ে খান। যাতে করে আপনার শরীর কোনো পুষ্টি উপাদান থেকে একেবারেই দূরে না থাকে।

শরীরচর্চায় কোন পরিবর্তন না আনা-

আপনি কি নিয়মিত একই রকমের শরীরচর্চা করে যাচ্ছেন এবং সেটার কোনো প্রভাব পড়ছে না শরীরের ওপরে, ওজন কমছে না? আমাদের শরীর খুব দ্রুত অভ্যস্ত হয়ে যায়। আপনি যদি একই রকম শরীরচর্চা নিয়মিত করতে থাকেন, তাহলে একটা সময় গিয়ে সেটি আপনার শরীরের মেদ আর কমাবে না। তাই, চেষ্টা করুন প্রতিনিয়ত শরীরচর্চায় কিছু ভিন্নতা রাখতে।

মানসিক চাপ থেকে দূরে থাকুন-

মানসিক চাপ খুব বেশি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব না। তবে মানসিক চাপের কারণে আমরা অনেক সময় বেশি খেয়ে ফেলি। এর প্রভাবে স্থূল হয়ে যায় দ্রুত। অন্যদিকে, মানসিক চাপে থাকলে আমাদের শরীরে করটিসল নামক হরমোন জন্ম নেয়। এর ফলেও আমরা স্থূল হয়ে যাই। চেষ্টা করুন স্বাভাবিকভাবে কাজ করার, মানসিকভাবে শান্ত ও ভালো থাকার। বন্ধুদের সাথে কথা বলুন, নিজেকে সময় দিন। এতে করে মানসিক ও শারীরিক- দুইভাবেই আপনি ভালো থাকবেন।

অতিরিক্ত পরিমাণ এন্ড্রোজেনস-

অনেক সময় আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণ এন্ড্রোজেনস থাকে। এর অর্থ, পুরুষের শারীরিক হরমোন নারী শরীরে অনেক বেশি পরিমাণে থাকা। এমনটা যদি হয়, সেক্ষেত্রে শারীরিক ওজন বেড়ে যায় এবং এই ওজন কমানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। আপনার এমন সমস্যা রয়েছে কিনা তা জানতে চিকিৎসকের সাথে কথা বলুন। যদি এই সমস্যা ধরা পড়ে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে কাজ করুন।

ওপরের এই কারণগুলোর যেকোনো একটি কারণেই আপনার শরীরের মেদ, বিশেষ করে পেটের মেদ বেড়ে গিয়ে আর না কমতেই পারে। কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই। মেদ না কমার কারণটি চিহ্নিত করুন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিন। দেখবেন, পেটের মেদ নিমিষেই কমে গিয়েছে।

সূত্র- ব্রাইটসাইড

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড