• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ত্বকের যত্নে ব্যবহার করুন কয়লার গুঁড়ো

  লাইফস্টাইল ডেস্ক

১৫ আগস্ট ২০১৯, ১৫:৩৩
কয়লা
ছবি : সংগৃহীত

ত্বকের যত্নে একটি উপকারী উপাদান কয়লা বা চারকোল। এটি লোমকূপে জমা ময়লা ও জীবাণু দূর করে। এছাড়াও ত্বককে করে উজ্জ্বল ও নমনীয়। কীভাবে ব্যবহার করবেন কয়লা? চলুন জেনে নিই-

ফেস প্যাক ১-

১ চা চামচ কয়লার গুঁড়া, ১ চা চামচ মুলতানি মাটি, আধা চা চামচ মধু, কয়েক ফোঁটা টি ট্রি অয়েল ও ১ চা চামচ পানি মিশিয়ে নিন একসঙ্গে। মুখ ও ঘাড়ের ত্বকে ভালো করে এই মিশ্রণ লাগান। শুকিয়ে গেলে টেনে তুলে ফেলুন এই মাস্ক। এরপর হালকা গরম পানি দিয়ে ত্বক ধুয়ে নিন।

ফেস প্যাক ২-

১ চা চামচ কয়লার গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিন পরিমাণমতো অ্যালোভেরা জেল। এর সঙ্গে কয়েক ফোঁটা জোজোবা অয়েল মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে উঠিয়ে ফেলুন।

কোথায় পাবেন চারকোল বা কয়লা গুঁড়া?

প্রসাধনী সামগ্রী পাওয়া যায় এমন দোকানে পাবেন চারকোল পাউডার। এসব দোকালে চারকোল মাস্কও পাওয়া যায়। সেগুলো প্যাকেটে লেখা নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হয়।

মনে রাখবেন-

● ঠোঁট ও চোখের আশেপাশের অংশ স্পর্শকাতর হয়ে থাকে। এই অংশগুলোতে এই মাস্ক লাগাবেন না।

● সপ্তাহে একবার কিংবা দুইবার ত্বকে কয়লার মাস্ক ব্যবহার করুন। এর বেশি ব্যবহার করা উচিত নয়।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড