• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদ মৌসুমেও ক্রেতাশূন্য আজিজ মার্কেট

  সৈয়দ মিজান

২৩ মে ২০১৯, ১৭:২৫
আজিজ মার্কেট
ঈদের ভরা মৌসুমে এভাবেই ক্রেতাবিহীন সময় পাড় করছে আজিজ সুপার মার্কেট। (ছবি : দৈনিক অধিকার)

ঈদ আসতে আর কয়েকদিন বাকী। এই সময়টাতে উপচে পড়া ভিড় দেখা যায় অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান অবধি। বিশেষ করে রাজধানী ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউ মার্কেট, গাউসিয়া এবং আজিজ মার্কেটে ঈদের ভিড় বেশি চোখে পড়ে। তবে গত কয়েকদিন ধরে ঈদের বাজার পর্যবেক্ষণ করে দেখা গেছে, অন্যান্য বছরের তুলনায় ঈদের বাজার এখনো ঠিকমতো জমে উঠেনি। বেচা বিক্রিও কমে গেছে অন্যান্য বছরের তুলনায়।

আজিজ সুপার মার্কেটের বেশিরভাগ শো রুমে তরুণ বয়সীদের জন্য পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। কিন্তু সারি সারি দোকান থাকলেও ক্রেতাহীন সময় পাড় করছেন বসে বসে। কথা হলো খেয়া ক্র্যাফট এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহাম্মদ মানিকের সাথে। তিনি জানালেন, “অন্যান্য বছর এই সময়ে দম ফেলার ফুসরত মিলতো না। আর এখন একদমই ক্রেতা নেই। বসে বসে অলস সময় পার করতে হচ্ছে।” আজিজ সুপার মার্কেটের বেশিরভাগ দোকানেই একই চিত্র বিরাজ করছে। নতুন ডিজাইনের পোশাক নিয়ে বসে আছেন দোকানীরা। কিন্তু পুরো মার্কেট ঘুরে অল্প কয়েকজন ক্রেতার দেখা মিললো। মেঠোপথ এর কর্মচারী সিফাত জানালেন, “ আজিজ মার্কেটের বেশিরভাগ ক্রেতা তরুণ। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদেরই বেশি পছন্দ থাকে এখানকার পোশাকের প্রতি। এবার একটু আগেভাগে বিভিন্ন ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় বাড় চলে গেছে অনেকে। এটারও কিছুটা প্রভাব পড়েছে এবারের কেনাকাটায়।”

আজিজ মার্কেট

মেয়েদের পোশাকে ভিন্নতা আসলেও এবার ক্রেতা সংকটে ভুগছে আজিজ মার্কেট। (ছবি : দৈনিক অধিকার)

ক্রেতা সমাগম না থাকলেও আজিজ সুপার মার্কেটে নতুন নতুন ডিজাইনের পোশাকের সমাহার দেখা গেল। পাঞ্জাবি এবং কামিজের মধ্যে নানান বৈচিত্র এসেছে এবার। রঙের দিক থেকে গরমকে মাথায় রেখে হালকা রঙকে প্রাধান্য দিয়েছেন ডিজাইনাররা। দামও আছে সাধ্যের মধ্যেই। পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে। এছাড়া শার্ট পাওয়া যাচ্ছে ৭০০-১২৫০ টাকায়। টিশার্ট ২২০-৭০০টাকায়। মেয়েদের পোশাকের মধ্যে কামিজ পাওয়া যাচ্ছে ৬৫০-১৬০০ টাকায়। শাড়ি ১০০০ টাকা থেকে শুরু। তবে কিছু কিছু দোকানে আরও কমদামেও পাওয়া যাচ্ছে। নন্দন কুটির এর হীরা আহমেদ জানালেন, “ অন্যান্য বছর যেমন দাম থাকে এবারও প্রায় একই দামেই পোশাক এনেছি বাজারে। কিন্তু ক্রেতা আসছে না।”

আজিজ মার্কেট

নানান অফারেও ক্রেতা টানতে পারছেনা ঐতিহ্যবাহী এই মার্কেটটি। (ছবি : দৈনিক অধিকার)

এর কারণ হিসেবে তিনি জানান, “অনলাইন বিজনেস একটি বড় কারণ। অনেক বেশি অনলাইন মার্কেটিং এর ফলে তরুণরা ভিড় মাড়াতে মার্কেটে আসতে চান না। তারা ঘরে বসেই সেরে ফেলেন কেনাকাটা।” একইরকম কারণ উল্লেখ করলেন নিত্য উপহারের কর্মচারী রানা। তিনি বললেন, “অনলাইনে এখন বেশি কেনাকাটা হয়। সময় এবং পরিশ্রম কমাতে বেশিরভাগ তরুণ অনলাইন থেকে পণ্য কেনা শুরু করেছেন। যার প্রভাব পড়েছে আমাদের এবারের ঈদ বাজারে।”

মেয়েদের পোশাকের মধ্যে ভিন্নতা নিয়ে এসেছে মুয়াদ। কৃষ্ণকলি, মুক্তা, নন্দন কুটির, দেশাল এর মতো প্রতিষ্ঠানগুলো। ক্রেতাদের আকর্ষণ করতে নানা অফার যুক্ত করলেও ঈদের ভরা মৌসুমেও খাঁ খাঁ করছে রাজধানীর ঐতিহ্যবাহী এই মার্কেটটি।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড