• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার কৌশল

  লাইফস্টাইল ডেস্ক

১১ মে ২০২০, ১৭:২৩
ঘর
এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার কৌশল (প্রতীকী ছবি)

প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবের মাঝেই পালিত হচ্ছে এবারের রোজার মাস, তার ওপর গরম পড়েছে বেশ। গরম অনেকেরই সহ্য হয় না। আবার এসি ব্যবহার করাও সম্ভব নয় সবার। এ ক্ষেত্রে এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর। কীভাবে? জেনে নিন-

* সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে টেবিল ফ্যানের সামনে বাটিভর্তি বরফ রাখুন। ফ্যানের বাতাস বরফের মতোই ঠান্ডা হয়ে ঘরে ছড়িয়ে যাবে।

* ঘরে অর্কিড জাতীয় গাছ রাখতে পারেন। গাছগুলো ঘরের মধ্যে থাকা গরম বাতাস থেকে কার্বনডাই-অক্সাইড সংগ্রহ করে ও অক্সিজেন সরবরাহ করে ঘরে ঠান্ডা রাখে।

* ঘরে ক্রস ভেন্টিলেশন রাখুন। মানে যে দিকের দরজা বা জানলা খুলবেন, তার বিপরীতের দরজা এবং জানলা খুলে রাখুন। এতে ঠান্ডা বাতাস ঘরে ঢুকবে এবং বিপরীত দিক দিয়ে গরম বাতাসকে বের করে দেবে।

* দরজার সামনে মেঝেতে পানি ভর্তি মাটির পাত্রে কিছু পাথর ও ফুলের পাপড়ি দিয়ে রাখুন।

* ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দিন।

আরও পড়ুন : ইফতারে খেজুর খাওয়ার যত উপকার

* অপ্রয়োজনে বাতি জ্বালিয়ে রাখবেন না।

* ঘর পরিষ্কার ও খোলামেলা রাখুন। সহজে বাতাস চলাচল করতে পারবে, ঘরও থাকবে ঠান্ডা।

* বারান্দায় বা জানালায় বাঁশের পর্দা দিতে পারেন। এই পর্দায় পানি দিয়ে দিন। এসি ছাড়াই ঘর থাকবে ঠান্ডা ও আরামদায়ক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড