• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

এ মিশ্রণ খেলে রঙ ছাড়াই চুল হবে ঝলমলে কালো

  অধিকার ডেস্ক    ২০ জুলাই ২০১৮, ১৪:২৪

hair
ছবি : প্রতীকী

একগোছা কালো চুল না হলে কি আর চলে? কিন্তু হঠাৎ আয়নায় তাকিয়ে যদি দেখেন পাক ধরেছে চুলে? অনেকেরই বয়সের আগে চুল পেকে যায়, আর এ নিয়ে পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। অনেকে অবশ্য চুল কালো করতে ব্যবহার করেন হেয়ার কালার। তবে এসব হেয়ার কালারে থাকে ক্ষতিকর কেমিক্যাল যা করতে পারে চুলের ক্ষতি। তাহলে উপায়?

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে উঠে এসেছে জাদুকরী এক পানীয়র কথা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এই পানীয় দৈনিক তিন থেকে চার বার করে এক চামচ পরিমাণ পান করতে হবে খাওয়ার আগে। আর এই নিয়ম চালিয়ে যেতে হবে ৩ মাসের জন্য, তাহলে নাকি চুল থাকবে ঝলমলে কালো।

যেভাবে তৈরি করবেন এই জাদুকরী পানীয়:

যা যা লাগবে- ৫টি পাতিলেবু , ৫ কোয়া রসুন (ছাড়ানো), ১ কাপ মধু ও ১ কাপ তিসির তেল।

যা করবেন- সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। লেবুর ছাল ছাড়িয়ে নিলে ভালো, না করলেও সমস্যা নেই। মিশ্রণটি ঘন হয়ে এলে একটি কাচের জারে সংরক্ষণ করুন।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যারা এই মিশ্রণ ব্যবহার করেছেন, তারা উপকার পেয়েছেন বেশ। তাদের মতে, কেবল যে চুল কালো হয়েছে তা নয়, এই মিশ্রণ খাওয়ার ফলে তাদের দৃষ্টিশক্তিরও উন্নতি ঘটেছে।

কী ভাবছেন? একবার চেষ্টা করে দেখবেন নাকি?

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড