• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয়ের জন্য চেন্নাইয়ের লক্ষ্য ১৪৮ রান

  ক্রীড়া ডেস্ক

২৬ মার্চ ২০১৯, ২২:৩৪
চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংস (ছবি : আইপিএল অফিসিয়াল ওয়েবসাইট)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিল) মঙ্গলবারের একমাত্র ম্যাচে জয়ের লক্ষে দিল্লি ক্যাপিটালসের দেয়া ১৪৮ রানের টার্গেটে ব্যাট করছে চেন্নাই সুপার কিংস। রিপোর্ট লেখা পর্যন্ত ২.৪ ওভার খেলে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ১ উইকেটে ২১ রান।

আগে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। ব্যাট করতে নামা দিল্লির শুরুটা একেবারেই মন্দ হয়নি। দুই ওপেনার প্রিথভি শো এবং শিখর ধাওয়ানের ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ার জানান দিচ্ছিল তারা।

প্রথম ১০ ওভারে দলীয় সংগ্রহ ছিলো ১ উইকেটে ৬৫ রান। সাজঘরে ফেরত গিয়েছিলেন কেবল প্রিথভি শো। তবে যাওয়ার আগে ১৬ বলে ২৪ রান করেছিলেন তিনি। একপ্রান্ত ধরে রেখে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল শিখর ধাওয়ান। ব্যাট করেছেন ১৮তম ওভার পর্যন্ত। কিন্তু তেমন কিছু করে যেতে পারেনি দলের জন্য। ৪৮ বল খেলে ৫১ রান করেছেন তিনি। যা সাজানো ছিল ৭ টি চারের মারে।

পরে দলের অন্যরাও জ্বলে উঠতে না পারলে শেষপর্যন্ত ৬ উইকেটে ১৪৭ রান করে তারা। বল হাতে চেন্নাইয়ের ডোয়াইন ব্রাভো ৩৩ রান খুঁইয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।

দিল্লির ইনিংস : প্রিথভি শো ২৪, শিখর ধাওয়ান ৫১, শ্রেয়াস আইয়ার ১৮, ঋষভ পান্থ ২৫, কলিন ইনগ্রাম ২, কিমা পাল ০, অক্ষর প্যাটেল ৯*, রাহুল তেয়াতিয়া ১১*।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড