• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কলম্বো বিমানবন্দর থেকে তাজা বোমা উদ্ধার

  আন্তর্জাতিক ডেস্ক

২২ এপ্রিল ২০১৯, ০৯:৪৭
বোমা হামলা
বোমা হামলার পর কলম্বোর রাজপথে অসংখ্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন। (ছবিসূত্র : দ্য ন্যাশন)

ভয়াবহ সিরিজ বোমা হামলায় বিধ্বস্ত শ্রীলংকা। বার্তা সংস্থা ‘রয়টার্সের’ মতে, নির্মম এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ বিদেশিসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৯০ জন। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে পাঁচ শতাধিক। গত রবিবার (২১ এপ্রিল) একে একে দেশটির বেশকিছু চার্চ এবং হোটেলসহ মোট আটটি স্থানে বোমা বিস্ফোরণের পর কলম্বো বিমানবন্দর এলাকা থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।

বার্তা সংস্থা ‘এএফপির’ প্রতিবেদনে বলা হয়, কলম্বোর সেই বন্দর নায়েক বিমানবন্দরটির প্রধান টার্মিনালে প্রবেশের পথে পেতে রাখা সেই পাইপ বোমাটি সনাক্তের পর বিমানবাহিনীর বোমা বিশেষজ্ঞরা ইতোমধ্যে নিষ্ক্রিয় করেছেন।

এদিকে বাহিনীর মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন জিহান সেনেভিরত্নে বলেছেন, ‘উদ্ধার করা সেই পাইপ বোমাটি সম্পূর্ণ হাতে তৈরি করা। প্রায় ৬ ফুট লম্বা একটি পাইপের মধ্যে ব্যাপক পরিমাণ বিস্ফোরক বোঝাই করা হয়েছিল।’

বিমানবাহিনীর এ গ্রুপ ক্যাপ্টেন এও বলেছেন, ‘ভয়াবহ এ হামলার পর দেশের সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়। আর সে কাজের অংশ হিসেবে শহরের সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় অভিযান চালিয়ে বিমানবন্দর এলাকা থেকে সেই পাইপ বোমাটি উদ্ধার করা হয়। এই অভিযানে এখনও কেউ হতাহত হয়নি।’

অপরদিকে উদ্ধারকারী দলের মুখপাত্র হাসেম এলগিন বলেছিলেন, ‘এ দিন সকাল পৌনে ৯টার দিকে রাজধানী কলম্বোয় তিনটি গির্জা এবং আরও তিনটি হোটেলসহ চিড়িয়াখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। নির্মম এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৯০ জন। মূলত এর পরপরই দেশটির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়।’

বন্দর নায়েক বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, ‘এ দিন চারদিকে হামলা শুরুর পর নিরাপত্তা কর্মীরা বিমানবন্দরটিতে চিরুনি অভিযান ও তল্লাশি শুরু করেন। যে কারণে পর প্রায় চার ঘণ্টা এখানকার বিমান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। যদিও পরবর্তীতে পুনরায় তা শুরু করা হয়।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড